বাঘায় ১০ টি ওয়ান শুটারগান সহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী রশিদ ব্যাপারী আটক।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘা থেকে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) কে দেশীয় দশটি শুটারগানসহ আটক করেছে র‍্যাব-৫। বুধবার (২৯ মে) ভোর সাড়ে ৪ টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকা থেকে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটককৃত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশিদ ব্যাপারী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাঁকশী (গার্ড ব্যাংক পাড়া) এলাকার মোঃ আইনুল ব্যাপারীর ছেলে।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, আব্দুর রশিদ ব্যাপারী রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ তার শ্বশুর বাড়ীতে (জনৈক মোঃ এখলাস (৫০), পিতা-মৃত মোবারক মন্ডল) বিপুল পরিমান মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল উক্ত বাড়ীতে পৌছে ধৃত আসামীকে আটক করে এবং বসতবাড়ী তল্লাশী করে বড় টিনের বাক্সের ভিতর হতে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ টি ওয়ান শুটারগান ০১ টি মোবাইল ও ০২ টি সীমকার্ড উদ্ধার করে।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন প্রাইভেট চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র-গুলি সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ তার নিজ এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া সে একজন এলাকার চিহ্নিত মাদক সম্রাট। উক্ত অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় নিজ আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিজের দখলে রেখেছিল। ইতিপূর্বে মাদক ব্যবসার কারণে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট অবৈধ মাদকদ্রব্যসহ ধৃত হয়।

র‍্যাব-৫ সূত্রে আরো জানা যায় সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। উক্ত আসামীকে গ্রেপ্তারের মাধ্যমে অস্ত্র অভিযানের ক্ষেত্রে “Zero Tolerance” নীতি অব্যাহত থাকবে। উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *