মোঃহালিম কাজী রাজশাহী
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ১৬ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের চিঠি প্রতেক্যকে গতকাল বুধবার পৌঁছে দেওয়া হয়।
তাঁরা হলেন, সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন ও তাঁর স্ত্রী সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর, উপকলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার এবং ডিজাইন পরামর্শক রিয়াজাত হোসেন রিটু। একই সাথে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সিন্ডিকেট সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি রাজশাহীকে আহবায়ক করে গঠিত এ কমিটির অপর সদস্যরা হলেন, রামেবির সিন্ডিকেটর সদস্য ও কোষাধ্যক্ষ প্রফেসর রুস্তম আলী আহমেদ, সদস্য প্রফেসর ডা. সানাউল হক মিয়া ও তানজিমুল হককে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
রামেবি সূত্র মতে, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় রামেবির সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূরকে এবং নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও সেকশন কর্মকর্তা নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।
অন্যদিকে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভূমি অধিগ্রহণের এক বছর আগেই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ উঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটু’কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া চুক্তিভিত্তিক ৬ বার নিয়োগ পেয়ে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় উপকলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে সাময়িকভাবে অরখাস্ত করা হয়েছে।
জানতে চাইলে রামেবির ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, নানা অনিয়মের কারণে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে। বিষয়টি দ্রæত তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ’
প্রসঙ্গত, বরখাস্ত হওয়া এই কর্মকর্তাদের নিয়ে একাধিক অনুসন্ধানী খবর প্রকাশ হয়।