সিনিয়র স্টাফ রিপোর্টারশ্রী রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলায়
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর ২০২৪, দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।
সভায় বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন:
কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার
বীর মুক্তিযোদ্ধা বাবু মনীষ চৌধুরী
পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর তালুকদার
উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রউফ
কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান
প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান
সভায় মহান বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা, আয়োজন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলেই দিবসটির গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার আশ্বাস দেন।