(মোঃ জুয়েল খাঁন)বিশেষ প্রতিনিধি)
মাধবপুরে টোল আদায়কে কেন্দ্র করে দু’পক্ষে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর পৌর শহরের কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতরা হল- মাধবপুর পৌর শহরের ইজারাদার সেলিম মিয়া, আরজু মিয়া, জুয়েল মিয়া, সোহেল মিয়া ও জুলহাস মিয়া, শাহিন মিয়া, হারিস মিয়া, মোজাহিদ, মরিয়ম বেগম, আরিফ, হিরা মিয়া, জুনাইদ, বিশাল, মেনেকা, মোহন ও পলাশ। তার মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর পৌরসভার গাবতলি সিএনজি স্ট্যান্ড দু’পক্ষের কয়েক মাস ধরে উত্তেজনা দেখা দেয়। এ কারনে কিছু দিন টোল আদায়ও বন্ধ থাকে। গত ৫ সেপ্টেম্বর মাধবপুর পৌর প্রশাসন গাবতলি কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ড সেলিম মিয়াকে ৫ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা প্রদান করে। ইজারাদার সেলিম গতকাল বৃহস্পতিবার সকালে গাবতলি সিএনজি স্ট্যান্ডে টোল আদায় করতে গেলে কিছু শ্রমিক ইজারাদারকে টোল দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের উপরে উল্লেখিত লোকজনসহ ২৫ জন আহত হয়। এ ব্যাপারে ইজারাদার সেলিম মিয়া জানান, শর্ত মেনে টোল আদায় করতে গিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে তাদের আহত করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।