পুলিশি সেবায় জনমনে শস্তি ও আস্থা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর থানার অফিস ইনচার্জ (ওসি) জনাব দুরুল হোদার নেতৃত্বে দুর্গাপুর উপজেলায় জনমনে শস্তি ও পুলিশের উপর আস্থা ফিরে আসছে ।

পুলিশ জনগণের বন্ধু এবং অপরাধীর শত্রু । এই প্রতিপাদ্য বিষয় লক্ষ্য রেখে রাতদিন এক করে কাজ করে যাচ্ছেন দুর্গাপুর থানার বর্তমান পুলিশের চৌকোস টিম । আর এই চৌকোস টিমের নেতৃত্ব দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার কৃতি সন্তান জনাব দুরুল হুদা । তিনি দায়িত্ব গ্রহণের পর এলাকায় চাঁদাবাজি, দখল দারি, দাঙ্গা ফেসাদ অনেক টাই কমে গেছে। দুর্গাপুরে অপরাধ দমনের জন্য তিনি ডিএসবি,ডিবি সহ ব্যক্তিগত ভাবে নিজেস্ব সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন। তিনি তার দায়িত্ব পালনে দল মত নির্বিশেষে কাজ করছেন। এমন কি তিনি কোন রাজনৈতিক দলের নেতার দ্বারা প্রভাবিত হচ্ছেন না । স্থানীয় পর্যায়ের বিভিন্ন দলের সমর্থক ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় পুলিশের এই নিরপেক্ষ কার্যক্রমে তাদের মনে শান্তি ও পুলিশের উপর আস্থা ফিরছে । তারা বলেন থানায় গিয়ে কোন বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে না। উল্লেখ্য গত ৫ই আগষ্ট সরকার পতনের পর বিভিন্ন মামলায় ৪৫ জন আসামি গ্রেফতার করে আদালতে পাঠায় দুর্গাপুর থানা পুলিশ । স্থানীয় লোকজনের সাথে স্থানীয় ভাবে পুলিশের কর্মকর্তার উপস্থিতির মাধ্যমে অর্ধ শতাধিক অভিযোগ নিষ্পত্তি হয়। ওসি সাহেবের সাথে কথা বললে তিনি প্রথমেই বলেন “POLICE” is “Public Officer for Legal Investigations and Criminal Emergencies”(যার অর্থ আইনী তদন্ত এবং ফৌজদারি জরুরী অবস্থার জন্য পাবলিক অফিসার). তিনি বলেন আমি কোন রাজনৈতিক দলের নয় জনগণের বন্ধু এবং অপরাধীর শত্রু। সরকার আমাকে নিয়োগ করেছেন জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমি আইনকে সব কিছুর উর্ধ্বে রেখে ন্যায় নীতি দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করি । আমি কারো একক তথ্যের ভিত্তিতে আইনি প্রয়োগ করি না। আমি আইনের রক্ষক, পুলিশ নিরপরাধ মানুষের বন্ধু। দুর্গাপুরে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করলে তা আমি আইনি প্রক্রিয়ায় কঠোর হস্তে দমন করবো । ডিউটি অফিসারের সাথে কথা বলে জানা যায়, ওসি (দূরুল হোদা) কোন ব্যক্তি সাধারণ ডায়রি করতে আসলে সেটার সত্যতা নিশ্চিত হয়ে ডাইরি করতে বলেন। তিনি জানান ওসি স্যার বলেছেন জিডি, অভিযোগ, এজাহার নিলে তা তদন্তে সাপেক্ষে আইন গত ব্যবস্থা নিবেন ।
মো:আসাদুজ্জামান সুমন
01701050302
Durgapur.. Rajshahi..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *