নিজস্ব প্রতিবেদক
ভারতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে কটুক্তি করার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় ওলামা পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বদ জুম্মা বিক্ষোভ ওই মিছিল ও সমাবেশ আয়োজন করে পুঠিয়া উপজেলা ওলামা পরিষদ ও সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা। রাসুলুল্লাহ (সাঃ) এর প্রতি ভারতীয় হিন্দু পুরোহিত রামগারীর কটুক্তির এবং ভারতীয় বিজেপি বিধায়ক নিতেশ রানের সমর্থন ও উস্কানিমূলক এবং মুসলিম বিদ্বেষ মূলক বক্তব্যের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
পুঠিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা রাজশাহী মহাসড়ক প্রদর্শন শেষে কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়,পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি সমাবেশ শুরু হয়।
এ সময় ভারতের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করে বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা ওলামা পরিষদের, সভাপতি মুফতি আতিকুর রহমান, সহ সভাপতি হাফেজ মাওলানা খাদেমুল ইসলাম, মাওলানা মশিউর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি রাকিব হাসান, শফিকুল ইসলাম সহ নেতৃস্থানীয় ওলামায়ে কেরামগন।
এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বহুসংখ্যক নেতা- কর্মীরা, একই সাথে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম ও কর্মী সমর্থকগন। এছাড়াও সর্স্তরের সাধারণ মুসল্লিদের অংশ গ্রহনের মাধ্যমে এ সমাবেশে রাসুল (সাঃ) এর কটুক্তিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশের বক্তব্যের শেষে পুঠিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব দোয়া পরিচালনা করেন, দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর সমাপ্তি ঘোষণা করা হয়েছে।