জেলা প্রতিনিধিঃ নরসিংদী।
০১/০৭/২৪ আজ সোমবার।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আজ ০১ জুলাই সোমবার শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করছেন ।
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শিবপুরের ইতিহাসে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
তিনি শিবপুর থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সহধর্মীনী ।
তিনি নির্বাচনের আগে শিবপুরবাসীকে কথা দিয়েছিলেন বিজয়ী হলে শিবপুরটাকে সন্ত্রাস ও নব্য উপদ্রব কিশোর গ্যাং মুক্ত,চাদাবাজ মুক্ত,অর্থলোভী,চাটুকারমুক্ত, ভেজালমুক্ত সর্বোপরি থানার দালাল মুক্ত আধুনিক শিবপুর গড়ে তুলবেন। শিবপুরের জনগণের একই আশা আধুনিক শিবপুর গড়ার লক্ষ্যে ফেরদৌসী ইসলাম অগ্রণী ভূমিকা পালন করবে তারা আশাবাদী।