জন্মভূমি নিউজ ডেক্স
আজ ষোল (১৬ ই অক্টোবর ২০২৪ ইং) রোজ বুধবার।
রাজধানী ঢাকার অতি নিকটবর্তী একটি পরিচিত শহর টঙ্গী গাজীপুর।এর মধ্যে বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মানুষের বসবাস। এর মধ্যে বেশির ভাগ মানুষ ই দিনমজুর গার্মেন্ট শ্রমিক খেটে খাওয়া মানুষের জন্য বর্তমানে দিনের হাজিরা দিয়ে দিন বাজার করতে অসাধ্য হয়ে পরেছে। গাজীপুর সিটি কর্পোরেশন এর আওতাধীন টঙ্গী ও এর আশপাশের এলাকার আজকের বাজার দর।
নিম্নে দেওয়া হলো।
আলো ৬০ টাকা কেজি
ডিমের হালি: ৬০ টাকা টমেটো: ২৪০ টাকা
কাঁচামরিচ: ৩৮০
ধনিয়া পাতা: ৫৫০
গাজর: ১৮০ টাকা
লাউ: ১০০ টাকা (প্রতি পিস)
বেগুন: ১২০ টাকা
কচুর লতি: ১০০ টাকা
মুলা: ১০০ টাকা
পটল: ৬০ টাকা
ঢেঁড়স: ৭০ টাকা
শসা: ৭০ টাকা
সিম: ২৫০ টাকা
মিষ্টি কুমড়া: ৬০ টাকা
করল্লা: ১২০ টাকা
পেঁপে: ৬০ টাকা
এবং বিভিন্ন সবজির বাম্পার দাম বেড়েই চলছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে সাধারণ ভাবে জীবন যাপন করতে বড় কষ্টসাধ্য করে হয়ে পড়ছে। এই বিষয়টি বাজার নিয়ন্ত্রণ কমিটি ও মাননীয় উপদেষ্টা মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছেন জনসাধারণ