বাগমারায় বিপ্লবী নাগরিক সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধি
বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া সহ পাশ্ববর্তী গ্রামের একঝাঁক তরুণ নাগরিকদের নিয়ে গঠন করা হয়েছে বিপ্লবী নাগরিক সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার বিকেল সাড় ৩ টার দিকে মুগাইপাড়া সহ এর আশপাশের এলাকায় সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের শতাধিক চারা রোপন করা হয়।

বিপ্লবী নাগরিক সমাজ মূলত অন্যায়ের বিনাশে আমরা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। সেই সাথে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন, শান্তি ও শৃঙ্খলা বিনষ্টকারী গোষ্ঠীকে প্রতিহত করা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করছে সংগঠনটি।

এছাড়াও এলাকা থেকে নানা প্রকার অন্যায় অবিচার দূর করার লক্ষ্য নিয়ে বিপ্লবী নাগরিক সমাজ গঠন করা হয়।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, বিপ্লবী নাগরিক সমাজ (বিনাস) এর সভাপতি হাসানুজ্জামান হাসান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আইনুল হক পলাশ, সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, আব্দুর রহমান বুলবুল, প্রচার সম্পাদক রুবেল হক, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সংস্কৃতি ও শিক্ষা সম্পাদক নাদিম মাহমুদ, ঞীড়া সম্পাদক ফরহাদ হোসেন সহ সংগঠনের সাধারণ সদস্য আমিনুল হক, আ: রহিম, যুবরাজ, আ: হান্নান, রাব্বানী, নাহিদ, সাদ্দাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *