সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে মানবতার দৃষ্টিতে সকলকে এগিয়ে আসতে হবে ডিআইজি রাজশাহী রেঞ্জ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আলমগীর রহমান বলেন, সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সকল স্তরের মানুষের এগিয়ে আসতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। নিজ নিজ ধর্ম,গোত্র ও রাজনৈতিক অবস্থান থেকে বিবেক, বুদ্ধি, মানবতার দৃষ্টিতে নির্যাতিত, নিপিড়ীত, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে, আইন নিজ হাতে তুলে নেয়া যাবে না। লুন্ঠিত অস্ত্র উদ্ধারে সকলকে সহযোগিতা করতে হবে। এ অস্ত্র যেন কারো প্রাণ নাশের কারণ না হয় সেজন্য সচেতন থাকতে হবে। কেউ অস্ত্র পেলে মসজিদ বা রাস্তার পাশে ফেলে রাখুন। স্বেচ্ছায় অস্ত্র পাশের থানায় জমা দিলে অথবা কেহ খোঁজ দিলে, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যাবস্থা নেয়া হবে না।
নাটোরের বড়াইগ্রামে জেলা পুলিশের উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আয়োজিত সৃধী সমাবেশ গতকাল বৃহস্পতিবার বনপাড়া বাইবাসে তিনি এসব কথা বলেন। নাটোর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের সভাপতিত্বে ও নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী সঞ্চালনায় সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন। সেখানে বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, বড়াইগ্রাম থানা বিএনপির আহ্বায়ক এ্যাড. আব্দুল কাদের মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জানাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাফিউল আজম খান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, সেনাবাহিনীর বড়াইগ্রাম থানা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সাখাওয়াত হোসেন, বড়াইগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ-২ (বনপাড়া) এর জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার, ছাত্র প্রতিনিধি নুহু ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *