বাঘা উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহীর বাঘা উপজেলা টিমের উদ্যাগে তিনদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৩ -৫ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী বাঘা উপজেলার খানপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট।
উক্ত অনুষ্ঠানের ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জাকারিয়া অন্তর, মোঃ সাগর আলী, মো: মিনু রহমান । ট্রেনিং শেষে ছাত্র/ ছাএী দের সার্টিফিকেট বিতরণ করা হয় এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালয় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাঘা উপজেলা টিমের সাবেক টিম লিডার মো আসিফ রহমান গুঞ্জন, বর্তমান টিম লিডার উর্মি আহমেদ, রাজু আহমেদ, বাশার সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা ইয়ুথ কমিটির সদস্যবৃন্দ।