নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল চারঘাট উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক (দৈনিক সোনালী সংবাদ), চারঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান (দৈনিক মানবজমিন), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলামরবি (দি এশিয়ান এজ),চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ (দৈনিক সমকাল), চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবরআলী ( দৈনিক লাখকন্ঠ), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইসমাইল হক (দি ক্রান্টিটুডে)।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসরাইল হোসেন সরকার (আমাদের অর্থনীতি), সজিবইসলাম
(প্রতিদিনের সংবাদ), শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম রায়হান (উত্তরা প্রতিদিন), জিল্লুর রহমান (আমাদের রাজশাহী), ইসতিয়াক আহম্মেদ (সময়ের আলো), মৌসুমি দাস (সোনালী সময়), আবু হানিফ (দৈনিক বার্তা), খোরশেদ আলম (দি এশিয়ান এজ), সম্রাটআলী (প্রথম সূর্যদয়) প্রমুখ