রাজশাহীতে ফুটপাত দখল করে অনুমোদনহীন ভবন ভাঙতে আরডিএ’র নোটিশ

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা বহুতল ভবন ভেঙে ফেলার জন্য নোটিশ করেছে আরডিএ। রাজশাহী মহানগর উন্নয়ন সংস্থা আরডিএ গতকাল সোমবার এ নোটিশ জারি করে। এই অবৈধ ভবন নির্মাণ নিয়ে গতকাল একটি খবর প্রকাশ হওয়ার পরে আরডিএ এ নোটিশ জারি করে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথোরাইজড কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কালের কণ্ঠে খবর প্রকাশের পর আমরা তদন্ত করে দেখেছি, এই ভবন দুটির অনুমোদন নাই। রাজশাহী শহরে যে কোন স্থাপনা গড়ে তুলতে হলে নগর উন্নয়ন সংস্থার অনুমোদন দরকার হয়। কিন্তু সে অনুমোদন না নিয়েই বহুতল ভবন গড়ে তুলতে শুরু করছেন সারোয়ার উদ্দির নামের এক ব্যক্তি। এরই মধ্যে তিনি তিন তলা পর্যন্ত কাজ সেরে ফেলেছেন। সেই নির্মাণকৃত অংশটি ভেঙে ফেলার জন্য তাকে শোকজ করা হয়েছে। তিনি যদি ভেঙে ফেলতে অপারগতা প্রকাশ করেন তাহলে, আমরা আগামী ২০ অথবা ২২ জানুয়ারিতে আরডিএ’র সভায় অনুমোদন নিয়ে ভেঙে ফেলার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করবো।

অথোরাইজড কর্মকতা আবুল কালাম আজাদ আরো জানান, আমরা ওই ভবন মালিক সারোয়ার উদ্দিনকে একটি শোকজ চিঠি দিয়েছি। সেটির জবাবও তিনি দিয়েছেন আজকেই। জবাবে তিনি দাবি করেছেন, জায়গাটি দখলে রাখতে ভবন মালিক অবৈধ স্থাপনটি নির্মাণ শুরু করেছেন।’

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পরে রাজশাহী নগরীর কেরোখাদিয়া এলাকায় সিটি বাইপাশ রাম্তার ফুটপাত দখল করে ৫তলাসহ দুটি ভবন উঠতে শুরু করে। আরডিএ’র অনুমোদন ছাড়ায় ভবন দুটি গড়ে তোলা হতে থাকে। এ নিয়ে গতকাল সোমবার একটি অনুষ্ঠান দিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *