মোঃফরহাদ হোসেন খলিল
স্টাফ রিপোর্টার
আজ ২৩ শে জুন মোঃ সামির মোল্লার শুভ জন্মদিন তিনি ২০১১ ইং সালের ২৩ শে জুন নরসিংদী জেলার শিবপুর উপজেলায় দুলালপুর ইউনিয়নে কাজীর চর গ্রামে মোল্লা পরিবারে জন্মগ্রহণ করেন৷ উনার বর্তমান বাসস্থান টঙ্গী গাজীপুর।তিনি মা-বাবার একমাত্র সন্তান৷ তিনি সুনামের সাথে মোরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করেন তিনি এখন ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় বিসিক শিল্পনগরী টঙ্গী গাজীপুর।তিনি অত্যন্ত মেধাব ভদ্র নম্র ছাত্র হিসেবে শিক্ষা লাভ করে৷ তার বাবা পেশায় একজন পল্লী চিকিৎসক ও একজন সাংবাদিক মোঃ ইলিয়াস মোল্লা বলেন মোঃ সামির মোল্লা আমার একমাত্র ছেলে তার জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন৷ তিনি আরো বলেন দেশ ও দেশের বাহিরে এবং আত্মীয়-স্বজনসহ সকল বন্ধু-বান্ধবের কাছে দোয়া চাই৷ মোঃ সামির মোল্লার তেরো (১৩) তম জন্মদিনে।