সিনিয়র স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলার আতঙ্কের নতুন নাম রাসেল ভাইপারর নামক সাপটি। (২০ জুন২০২৪) বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলার আওলায় ইউনিয়ন পাইকর দরিয়া গ্রামের আক্কাস আলীর বাড়িতে এবং গ্রামের মাঠে , রাসেল ভাইপার নামক সাপের দেখা মিলছে ।
এমতা অবস্হায় অত্র গ্রামের মাঠে সাধারণ মানুষ ও দিন মজুরি রাসেল ভাইপার সাপের ভয়ে গ্রামের মানুষ মাঠের দিক কেও বের হচ্ছেনা , বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল পরিষ্কার রাখা জরুরি এবং সতর্কতার সাথে চলাফেরা করার দরকার এছাড়াও সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে জনসাধারণ মানুষ প্রশাসননের দৃষ্টি আকর্ষণ করেছেন।
