মোহনপুরে এসএসসি সমমান ৫টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ২১২১ জন পরীক্ষর্থী।

শিক্ষা
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৫টি কেন্দ্রে আজ এসএসসি সমমান পরীক্ষা দিচ্ছে ২১২১ জন পরীক্ষার্থী।

সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ও কেন্দ্র সচিব আনোয়ার হোসেন বলেন এই কেন্দ্রে ৭টি প্রতিষ্ঠানের মোট ৪৫১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ও কেন্দ্র সচিব আব্দুল লতিফ বলেন এই কেন্দ্রে ৯টি প্রতিষ্ঠানের মোট ৪৬৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কেশরহাট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক (ইসলাম শিক্ষা) ও কেন্দ্র সচিব খোরশেদ আলম শাহ বলেন এই কেন্দ্রে ১৩টি প্রতিষ্ঠানের মোট ৪৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কেশরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনন্সটিউট অধ্যক্ষ ভারপ্রাপ্ত ও কেন্দ্র সচিব আসলাম হোসেন খাঁ বলেন এই কেন্দ্রে ১১টি প্রতিষ্ঠানের মোট ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সাকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আনোয়ার হোসেন বলেন এই কেন্দ্রে ১৬টি প্রতিষ্ঠানের মোট ৩৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন পরীক্ষা সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে ১০০ গজের মধ্যে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং জনগণ উব্ধুদ্ধ করার জন্য মাইকিং করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *