লালপুরে পদ্মার চরে দেখা মিলল রাসেল’স ভাইপার

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্বাধীন আলম হোসেন
লালপুর নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মার চরে দেখা মিলল ৪ রাসেল’স ভাইপার
নাটোরের লালপুরে পদ্মার চরে বাদামের জমিতে দেখা মিলল চারটি বিষধর রাসেল ভাইপার সাপ। এসময় একটি মাসহ তিনটি বাচ্চা রাসেল’স ভাইপার সাপ পিটিয়ে হত্যা করে কৃষকরা।

শনিবার (২২জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার নসাড়া চরে বাদামের জমিতে এ সাপের দেখা মিলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার চরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় হঠ্যৎ বিশাল একটি মা রাসেল’স ভাইপার সাপ তারা দেখতে পায়। পরে চরে বাদাম তুলতে আসা কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। সেখানে আরও সাপ আছে কি না তা খুঁজতে থাকেন কৃষকরা। এক পর্যায়ে ওই স্থানে বাদামের জমিতে আরও ৩টি বাচ্চা সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। এ খবর শুনে আশেপাশের মানুষ মৃত সাপ গুলোকে দেখতে ছুটে আসে। এ ঘটনার পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে।

বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মার চরে আগেও রাসেল’স ভাইপার সাপের দেখা মিলেছে। গত কয়েক বছর আগে এ সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়। অনেক দিন পর আবার চড়ে এই রাসেল’স ভাইপার সাপের দেখা মিললো। কৃষকরা সাপ দেখতে তিনটি বাচ্চাসহ একটি মা সাপকে পিটিয়ে মারে। বর্তমানে এ সাপ সারাদেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। কামড়ে অনেকের মৃত্যুও হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হিসেবে চলাচল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *