মোহনপুর প্রতিনিধিঃ
তাল, বাংলাদেশের একটি পরিচিত ফল। কিন্তু দিন দিন গাছ কেটে ফেলা ও রোপণের অভাবে আজ এটি বিলুপ্তির পথে। ফলে বজ্রপাতসহ পরিবেশের ভারসাম্য দিন দিন ধংসের দিকে যাচ্ছে। এই সত্যটুকু উপলব্ধি করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যুক্ত প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে তাল বীজ রোপন করা হয়েছে। তাল বীজ রোপণের শুভ উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রাম থেকে দিব্যস্তলী আদিবাসী পাড়া পর্যন্ত ১১’শ টি তাল বীজ রোপণ করা হয়েছে। ট্রিকইল, হাটবাকইল ও বাইপুর নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা নিজেরা স্বতস্ফূত হয়ে তালের বীজ সংগ্রহ করে এই উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নীলুফা সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্তমানে বজ্রপাতের পরিমাণ বেড়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ জানায় এরকম উদ্যোগ গ্রহণের জন্য। আপনাদের দায়িত্ব হচ্ছে এগুলোর পরিচর্যা করা।
উল্লেখ্য এসময় ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।