দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা, ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে।
নয়াপাড়া এলাকার আনিসুর রহমান মাষ্টার জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে পুঠিয়া থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, তার বিরুদ্ধে সন্ত্রাস ও ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। এছাড়া বিগত সময়ে আব্দুস সামাদের বাড়ির পাশে তিনজন বিএনপি নেতা কর্মী হত্যা ও বানেশ্বরে বিএনপি কর্মী মজির হত্যায় জড়িত থাকার অভিযোগও আছে।