মোঃ ইলিয়াস মোল্লা
আজ (২৯ শে মে) রোজ বুধবার ২০২৪ ইং।
বিডি ক্লিন গাজীপুর জেলা টিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আর বিকাল ৪ ঘটিকার সময় টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন যে সকল সহকর্মী ভাই ও বোনেরা।
উক্ত অনুষ্ঠানটি সার্বক্ষণিক পরিচালনায় ছিলেন মোছাম্মদ লাকি আক্তার।
০১)মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ফয়সাল
০২) মোঃ রেদওয়ান হাসান (আরিফ)
০৩) মেরাজুর রহমান মুরাদ
০৪) মোঃ ইলিয়াস মোল্লা
০৫) বিশাল আহমেদ মুরাদ
০৬) রাফিয়ান ইসলাম রাফি
০৭) আশিক নূর
০৮) হাসিব মানিক সমন্বয়।
সহ আরো অনেক নতুন পুরাতন সহকর্মী স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।এর ই মধ্যে নতুন পুরাতন অনেক সহকর্মীদের সাথে পরিচিতি আলোচনা পর্যালোচনা এবং কুইজ ও পুরস্কার বিতরণের আয়োজন থাকে। কুইজ প্রতিযোগিতা। স্বেচ্ছাসেবীদের মতবিনিময়। বিডি ক্লিন এর উদ্দেশ্য ও আলোচনা। স্বেচ্ছাসেবী হিসেবে অভিজ্ঞতা ও আলোচনা। এবং সর্বশেষ বিকেলে হালকা চা নাস্তা ।
বিডি ক্লিন গাজীপুর সহ সারা বাংলাদেশের যে সকল সহকর্মীরা আছেন সকলের একটাই উদ্দেশ্য সুস্থ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা। বিডি ক্লিনের স্লোগান একটাই।পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।।
শুরু টা এখানেই শেষ করার দায়িত্ব আপনার।।
বিডি ক্লিন এর সপ্ন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ।