জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল বাংলাদেশ

খেলার খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্পোর্টস ডেস্ক

উপমহাদেশের সব দলের জন্যই নিউজিল্যান্ডের কন্ডিশন চ্যালেঞ্জিং। বাংলাদেশের জন্যও ব্যতিক্রম নয়। নিউজিল্যান্ডের গ্রীষ্মের শুরুতে চ্যালেঞ্জটা আরও কঠিন থাকে। এবারের সফরের অধিকাংশ ক্রিকেটার আবার প্রথমবার নিউজিল্যান্ডে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়েছেন। অনেক ঠান্ডার মধ্যে গতকাল অনুশীলনও করেছেন তাঁরা।

দুই দিন পর ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ কন্ডিশন ও উইকেটের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার একটা সুযোগ ছিল বাংলাদেশ দলের। সেই সুযোগ ভালোই কাজে লাগিয়েছে তারা। লিংকনে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লিটন দাসরা।

লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলকে প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন দাস। বিশ্বকাপের পর নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। প্রস্তুতি ম্যাচ দিয়ে আবারও ফিরলেন মাঠে।

ব্যাটিংয়ে নেমে চার ফিফটিতে রানের পাহাড়ই গড়ে বাংলাদেশ দল। নির্ধারিত ওভারের ১ বল বাকি থাকতে অলআউট হলেও স্কোর হয়ে যায় ৩৩৪। তানজিদ হাসান তামিম, লিটন, সৌম্য সরকারের পর রিশাদ হোসেন খেলেছেন বিধ্বংসী এক ফিফটির ইনিংস।

ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়। ৭ ওভারে ৪৭ রানের দারুণ শুরু দুজনে। ৩৩ রানে ফেরেন বিজয়। দ্বিতীয় উইকেটে সৌম্যর সঙ্গে ১০১ রানের দারুণ আরেকটি জুটি গড়েন তামিম। এই জুটি গড়ার পথে দুজনে তুলে নিয়েছেন ফিফটিও। ফিফটি করার পরেই দুজনে আউটও হয়েছেন। ৫ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৫৮ রানে ফেরেন তামিম। তখন বাংলাদেশের রান ১৯.৪ ওভারে ১৪৮। এরপরই ৫৯ রানে আউট হন সৌম্য। বাঁহাতি ব্যাটারের ৫৬ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা।

দুই বাঁহাতি ব্যাটারের দেখানো পথে ৪ নম্বরে নেমে ফিফটি করেছেন লিটন। ১ ছক্কার বিপরীতে ৫ চারে ৫৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর দ্রুত ফেরেন তাওহীদ হৃদয় (০) ও আফিফ হোসেন (১০)। ৭ নম্বরে নেমে রীতিমতো তাণ্ডব চালান রিশাদ। খেলেছেন ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস। মেরেছেন ১১টি চার ও ৪টি ছক্কার বাউন্ডারি। ৪৯.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ হয় ৩৩৪ রান। ৭৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড একাদশের সেরা বোলার সমরথ সিং।

৩৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানেই দুই ওপেনারের উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। জ্যাকব কামিং (২২) ও জ্যাকব ভুলা (৮) দুজনকেই ফেরান পেসার হাসান মাহমুদ। ৮০ রানের মধ্যে তাদের আরও দুটি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও আফিফ। এ সময় কুইন সুন্দে ২৩ ও জামাল টড ১ রানে ফেরেন।

পঞ্চম উইকেটে ভরত পপলি ও সন্দীপ প্যাটেলের ১৫৬ রানের দুর্দান্ত এক জুটিতে চাপ সামলে ওঠে নিউজিল্যান্ড একাদশ। দলের জয়ের সম্ভাবনাও জাগিয়ে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন দুজনে। ৩৮তম ওভারে পপলিকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন আফিফ। ৯০ বলে ৯১ রান করেছেন অধিনায়ক পপলি। পরে সন্দীপ আউট হন ৮৯ রানে। তাঁকেও ফেরান আফিফ। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩০৮ রানে থামে নিউজিল্যান্ড একাদশের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে আফিফ ও রিশাদ ৩টি করে উইকেট নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *