ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় কর্মরত সাব ইন্সপেক্টর ( এসআই) দেবাশীষ সাহা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১১জুন) সকালে ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা তার হাতে শ্রেষ্টত্বের এই সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেন।
২০২৪ এর মে মাসে মাদক বিরোদী অভিযানে ভারতীয় মদ ও মামলা নিষ্পতি এবং ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার মধ্যে কোতোয়ালী মডেল থানায় কর্মরত সাব ইন্সপেক্টর (এসআই) দেবাশীষ সাহা কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়।
কোতোয়ালী মডেল থানায় গত মে মাসে দাখিলকৃত মাদক মামলায় আসামী গ্রেপ্তার, ধৃত আসামীদের নিকট থেকে মাদক উদ্ধার,ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার করার মধ্য দিয়ে এস আই দেবাশীষ সাহা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব পালন করছেন।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে এসআই দেবাশীষ সাহা বলেন, জনগণের টাকায় আমার চাকরি। জনগণকে সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুণে বেড়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারসহ থানা কর্মরত সহকর্মী পুলিশ কর্মকর্তাদের। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন। একই সাথে আগামী দিনে সফলতায় কোতোয়ালিবাসীসহ সকল সহকর্মীদের সার্বিক সহযোগীতও প্রত্যাশা করেন তিনি।