(স্টাফ রিপোর্টার রাম বাবু বর্মন)
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার, প্রেসক্লাব ক্ষেতলালে উদ্যোগে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দুলাল মিয়া সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, উপজেলা পরিষদের সিএ,এস এম শওকত। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়া ও সমকাল প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আজিজার রহমান, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আজিজুল হক,দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি এস এম মিলন, দৈনিক সূর্যোদয় পত্রিকার স্টাপ রিপোর্টার এস এম ওয়াকিল আহমেদ,কালবেলা প্রতিনিধি আমানুল্লাহ আমান,বাংলার দূত প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ। যায়যায়দিন পত্রিকার ১৮ পেরিয়ে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় ।