আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (২৭) নামের এক যুবক মারা গেছেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরমাগুরিহাট গ্রামের আবুল কালামের ছেলে।
জানা যায়, মিজানুর রহমান আত্রাইয়ে ইন্টারনেট সংযোগ সংক্রান্ত লাইনম্যানের কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেলে আত্রাই সেতু সংলগ্ন বিদ্যুতের একটি পোলে উঠে তার সংযোগ করছিলেন।
এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটে পরেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মিজানের স্ত্রী মুনিরা আক্তার বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্তকারী কার্মকর্তা আত্রাই থানার এসআই সুজন বলেন, আমরা তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছি এবং মামলাটি তদন্তাধিন রয়েছে।