নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর আলোচিত শাহেনশাহ্ হত্যা মামলার প্রধান আসামি রাসিকের ১নং ওর্য়াডের ৩ বারের নির্বাচিত কাউন্সিলর বিএনপি নেতা মুনসুর রহমানের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় নগরীর হাইটেকপার্ক সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে স্থানীয় ও বিএনপি নেতাকমীরা বলেন, ৩ বারের সাবেক ওর্য়াড কাউন্সিলর মনসুর রহমানকে প্রধান আসামী করে ২০১৩ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ৯ ডিসেম্বর বিজ্ঞ আদালত শাহেনশাহ হত্যা মামলায় মনসুর রহমানসহ মোট ৯জনকে অভিযুক্ত করে ফাঁসির রায় ঘোষনা করে। এরপর থেকে আজ পর্যন্ত তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি। তারা আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সাবেক এই ওর্য়াড কাউন্সিলরকে আসামী করা হয়।
দীর্ঘ সময় আওয়ামীলীগ শাসনামলে মামলাকারীদের ভয়ে তটস্থ হয়ে কেউ মুখ খুলতে পারে নি। তবে, ৫ আগষ্ট সৈরাচার সরকারের পতনের পর বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হতে থাকে। তারই প্রতিফলন স্মরূপ আমরা আজ সকল এলাকাবাসী মিলে রাস্তায় নির্দোষ মনসুর রহমানের দ্রুত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পথসভার আয়োজন করি। আগামীতে এই বিষয়ে আরো কঠোর কর্মসূচীতে যাওয়ার ঘোষণাও দেন এলাকাবাসী।
বিক্ষোভ মিছিল ও পথসভায় ১নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সাবেদক সাধারণ সম্পাদক আলী হোসেন। আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, বিএনপি নেতা লালটুসহ স্থানীয় ওর্য়াডাবাসী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।