সুকমল চন্দ্র বর্মন কালাই প্রতিনিধি :
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ -এ কবিতা আবৃত্তি -ক বিভাগ (১ম-৭ম শ্রেণি ছাত্র-ছাত্রী) -এ জাতীয় পর্যায়ে দেশের ৮ টি বিভাগের নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে ৩য় স্থান অধিকার করে পুরস্কার ও সনদ গ্রহণ করছে কালাই কাকলি শিশু নিকেতন এর ৩য় শ্রেণির শিক্ষার্থী নুজাইরাহ্ নুহা। নুজাইরাহ্ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই এর অর্থোপেডিক কনসালটেন্ট ডা.মোঃ নজরুল ইসলাম নাহিদ ও ডা.ফাহমিদা আকতার লীনা দম্পতির ২য় সন্তান।
উল্লেখ্য- উপজেলা এবং জেলা বাছাই পর্বে ১ম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায় থেকে ২য় স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছিল।গত ১৩/০৫/২০২৪ ইং ও ১৪/০৫/২০২৪ ইং তারিখে ক্বিরাত, আযান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে সারা দেশের ৮ টি বিভাগ থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে। সমগ্র জয়পুরহাট জেলা থেকে একমাত্র এই ক্ষুদে মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ের এই সম্মাননা অর্জন করে আমাদেরকে অলংকৃত করেছে। তার এই অর্জনে গর্বিত কালাইবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তার সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য সকলের দোয়া কামনা করছি।
কাজলা দিদি কবিতার আবৃত্তির মাধ্যমে নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ছোট্ট নুজাইরাহ্।