জন্মভূমি নিউজ ডেস্ক:
নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পদবঞ্চিতের অভিযোগ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বিকাল ৩টার দিকে ঢাবি মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার কথা থাকলে কমিটি ঘোষণার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও টিএসসি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ মিছিলে তারা ‘কমিটি কমিটি, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘প্রাইভেটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘জুলাই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। নতুন ছাত্র সংগঠনে আমাদের বাদ রেখে কমিটি যেন না দেওয়া হয়, সেজন্য আমরা বিক্ষোভ করছি।’