রাজশাহীতে ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা’ সংগঠনের আত্মপ্রকাশ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার সেতু
রাজশাহীতে এখন থেকে যেখানে দুর্নীতি হবে, সেখানেই প্রতিরোধের ঘোষণা দিয়েছে একটি নতুন সংগঠন। ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা’ নামের সংগঠনটি দুর্নীতিবিরোধী একটি পথসভার মাধ্যমে সোমবার আত্মপ্রকাশ করেছে। বিকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি আয়োজন করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রাকিন আফসার অর্ণব। তিনি বলেন, রাজশাহীর বিভিন্ন দপ্তরে দুর্নীতি হচ্ছে। সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে, কিন্তু কেউ মুখ খোলে না। দুর্নীতির প্রতিবাদ করতেই এ সংগঠন। এখন থেকে যেখানে দুর্নীতির খবর পাওয়া যাবে, সেখানেই প্রতিবাদ করা হবে। তিনি আরও বলেন, ‘আজ থেকে লড়াই শুরু। পরিবর্তন আমরা আনবই।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, সবখানে এখন দুর্নীতির মহোৎসব চলছে। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন দুর্নীতি বন্ধ না করলে সাধারণ মানুষ ফুঁসে উঠবে। তা সামাল দেওয়া কঠিন হবে।

গণসংহতি আন্দোলনের জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মুর্শেদ বলেন, বাংলাদেশের যেদিন জন্ম হয়েছে, সেই প্রথম দিন থেকেই দেশে দুর্নীতির সূচনা হয়েছে। এ দেশে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, দুর্নীতিতে আগের সরকারকে পেছনে ফেলেছে। এ অবস্থা চলতে পারে না।

আরও বক্তব্য দেন রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্যের সমন্বয়ক নাজমুল হোসেন রাজু, সাংবাদিক ও আইনজীবী আসলাম-উদ-দৌলা প্রমুখ। পথসভা পরিচালনা করেন ছাত্রনেতা নাদিম সিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *