স্টাপ রিপোর্টার রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এর আয়োজনে (১২ মে) রোজ রবিবার সকাল ১০-৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আতাউর রহমান এর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় এর সভাপতিত্বে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুন।
অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মিনহাজুল ইসলাম,তথ্য আপা রাহনু রেজভীন চৌধুরীসহ আরো অনেক ।
পরে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব মা দিবস উপলক্ষে মায়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কালাই মহিলা কলেজ এর শিক্ষার্থী মুনিকা এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।