নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর সভার মৌখাড়া বাজারে অবস্থিত বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেছে দুর্বত্তরা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় বিএনপি ও ছাত্রদল।
বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার জানান,গত মধ্যরাতে একদল দুর্বৃত্তরা মৌখাড়া বাজারে অবস্থিত পৌর বিএনপির অফিসে তালা ভেঙ্গে অফিসের ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়।এসময় অফিসে ভেতরে থাকা একটি মোটরসাইকেল বাইরে বের করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
স্থানীয় মুদি দোকানদার বিষয়টি বিএনপির লোকজনকে জানায়।বিএনপির সমর্থক লোকজন এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন,বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া বাজারে অবস্থিত বিএনপির অফিস ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান।বড়াইগ্রাম পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মজিদ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এবং বলেন মামলার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে ।