নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিষ্ফোরণ করা হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে ব্যবহার উত্তেজনা বিরাজ করছে দুই গ্রুপের মধ্যে। উভয়পক্ষ ক্যাম্পাসে লাঠি সোটা ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান নেয়।
খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত সাড়ে বারোটায় রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাবির বর্তমান কমিটির কয়েকজন নেতাকর্মীর সাথে সোহরাওয়ার্দী হলের সভাপতি নেয়াজ মোর্শেদ গ্রুপের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাত বারোটার দিকে। এরপর উভয়পক্ষ ধাও পাল্টা দেওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।পরে ক্যাম্পাসের পরপর তিনটি ককটেল বিস্ফোরণ করে।
নেয়াজ মোর্শেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি ভাল না। ব্যাপক পুলিশ ক্যাম্পাসে প্রবেশে করে।