বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আবাদি জমিতে পুকুর খননের অপরাধে একটি এক্সোভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।
ফোর্সসহ উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে গত কাল শুক্রবারে বড়াইগ্রাম ইউনিয়ন দীঘলকান্দি এলাকায় রাতে এই সারাশি অভিযান চালান এতে এক্সোভেটর (ভেকু) জব্দ করেন। উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি বন্ধে অভিযান চালান এবং ব্যাটারী জব্দ কর হয়। উপজেলা প্রশাসনের বড়াইগ্রামের এ অভিযান অব্যাহত থাকবে।
#
আজ তারিখ
১১-৫-২০২৪ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com