জন্মভূমি নিউজ ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দরিদ্রদের স্বচ্ছল করার লক্ষ্যে উপহার হিসেবে রিপার মেশিন, সার, রিকশা-ভ্যান, সেলাই মেশিন ও আর্থিক অনুদানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১০ মে) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়াকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী রিপার মেশিন, সার, ল্যাপটপ, ১০টি সাইকেল, ১০টি রিকশা-ভ্যান, ৩০টি সেলাই মেশিন, ৩৮ জনকে ৪০ হাজার টাকার আর্থিক অনুদান, ১০ জোড়া কবুতর এবং ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে
অনুষ্ঠানে উপস্থিত বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এদিকে, সুবিধাভোগীরা তাদের সরঞ্জাম এবং আর্থিক অনুদান পাওয়ার নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন