বাঘা,রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সকল আসামীদের খালাস পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ হতে বাঘা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত যুবদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।
আনন্দ মিছিলটি বাঘা উপজেলা আমচত্তর, নারায়নপুর ও বাঘা বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও পাকুড়িয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবুল, সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান, মোকলেছুর রহমান মুকুল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর তৌফিকুল ইসলাম তফি, বাজুবাঘা ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রন্জু,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম(অধ্যক্ষ), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃলতিফ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, বাঘা উপজেলা যুবদলের যুগ্ন সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল খান, যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সাবাজ আলী,বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল,যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সেলিম হোসেন,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম পলান, পৌর সেচ্ছাসেবক সদস্য সচিব শিমুল হোসেন, উপজেলা সেচ্ছসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা,পৌর ৫ নং ওয়ার্ড যুবদলে সভাপতি জাহাঙ্গীর আলম ও ৪ নং ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমানসহ শত শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।