কন্যা সন্তানের মা হলেন পরীমণি!

বিনোদন
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বিনোদন প্রতিবেদক
কন্যা সন্তানের মা হলেন
ছেলের বয়স এখনও দুই বছর পূর্ণ হয়নি, তার আগেই এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা পরীমণি। মাতৃদিবসের ঠিক আগে এমন সুখবর দিলেন নায়িকা নিজেই।
বরাবরই আলোচনার কেন্দ্রে থাকা এই নায়িকার রাজের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে কম জলঘোলা হয়নি। ছেলে পদ্মর বয়স তখনও এক পূর্ণ হয়নি, রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরী। তারপর নায়িকার জীবনে বয়ে গেছে বড় ঝড়। নিজের একমাত্র অভিভাবক, তার নানু (দাদু)-কে হারিয়েছেন। একমাত্র ছেলে পদ্মকে ঘিরেই ছিল পরীর পৃথিবী। এই পৃথিবীতে এবার যোগ হল আরও এক ফুটফুটে প্রাণ। পরী এবার কন্যা সন্তানের মা হলেন।

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্রুতিঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্রুতি
মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন নায়িকা। সাফিরা সুলতানা প্রিয়ম। বয়স সবে ৬ দিন। পদ্মর পাশে পরীমনির ঘর আলো করে রয়েছে প্রিয়ম। না, কন্যা সন্তানের জন্ম দেননি পরীমণি। দত্তক নিয়েছেন তাকে। সবরকম আইনি প্রক্রিয়া মেনেই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন তিনি।

এবার থানায় অপু বিশ্বাসের অভযোগএবার থানায় অপু বিশ্বাসের অভযোগ
পরী জানিয়েছেন, ‘কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’ এখনই মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চান না পরীমণি, কয়েকদিনের সময় চেয়ে নিয়েছেন।

গত কয়েকদিন ধরেই পরীমণিকে পাওয়া গেছে বেশ ফুরফুরে মেজাজে। জীবনে নতুন কারোর আসার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট দেখে অনেকেই ধরে নিয়েছিলেন ফের প্রেমে পড়েছেন নায়িকা।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেননি রুহান!স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেননি রুহান!
শনিবার নচিকেতার গানের লাইন ধার করে পরী লেখেন, ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি/ তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি/ তুমি আসবে বলেই।’ আর সোমবারে নতুন পোস্ট ছিল আরও প্রেমমাখা। সেখানে দেখা গেল ক্বারী আমির উদ্দিনের লেখা একটি লোকগান। লেখা হয়েছে, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…।’

কানে যাওয়ার আগমুহূর্তে পরিচালকের ৮ বছরের জেল!কানে যাওয়ার আগমুহূর্তে পরিচালকের ৮ বছরের জেল!
এই সব পোস্ট আসলে তার নতুন প্রেমিক নয়, বরং মেয়েকে ঘিরে ছিল, তা এতক্ষণে স্পষ্ট সবার কাছে। কন্যা সন্তান আসার পর আরও দায়িত্ব বাড়ল একা মা পরীর কাঁধে। ২০২৩ সালের মে মাসেই প্রকাশ্য়ে এসে শরিফুল রাজের সঙ্গে আলাদা থাকার খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ২০২২ সালের আগস্ট মাসে ছেলের জন্ম দেন পরী। ওই বছর জানুয়ারি মাসেই ধুমধাম করে রাজকে বিয়ে করেছিলেন। যদিও দুজনে গোপন বিয়েটা সেরেছিলেন ২০২১ সালের অক্টোবর মাসে। অন্তঃসত্ত্বা হওয়ার পর রাজের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন পরীমণি।

এখনো শ্যাম্পুর বোতলে পানি ঢালেন বিজয়এখনো শ্যাম্পুর বোতলে পানি ঢালেন বিজয়
উল্লেখ্য, খুব শীঘ্রই টলিউডে অভিষেক হতে যাচ্ছে পরীমণির। সোহম ও মধুমিতার সঙ্গে ফেলু বক্সী ছবিতে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *