স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মন
সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে পহেলা মে ২০২৪ রোজ বুধবার সকাল ৯ টায় উক্ত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সামনে থেকে বিশাল র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে এসে শ্রমিক ইউনিয়নে গিয়ে শেষ হয়। তারপর অত্র ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা। অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন উক্ত উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন ছানা সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিকগণ ও সাংবাদিকবৃন্দ।