মোঃহালিম কাজী রাজশাহী
রাজশাহীতে যথাযোগ্য মর্যদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর আয়োজনে একটি বিশাল র্যালী বের হয়।
রাজশাহী গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে র্যালীটি বের হয়ে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। এর পর নানকিং দরবার হলে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।
রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী, বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম, রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, ব্যবসায়ী আওয়াল খান প্রমুখ।