মোঃ হালিম কাজী রাজশাহী বিভাগীয় প্রধান
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, এমপি আগামীকাল সোমবার (২৪ জুন) দুই দিনের সরকারি সফরে রাজশাহীতে আসবেন। বিকাল পৌঁনে পাঁচটায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন। বল ও জানা যায়
মঙ্গলবার (২৫ জুন) সকাল দশটায় প্রতিমন্ত্রী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করবেন।
দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট রোডে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকাল তিনটায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইন্সস্টিটিউট পরিদর্শন করবেন।
বিকাল সাড়ে তিনটায় নগরীর বিলসিমলা, গ্রেটার রোডে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তর পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
ওইদিন বিকাল সোয়া পাঁচটায় প্রতিমন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।