স্টাফ রিপোর্টার
নরসিংদী থানাধীন ১ নং শিলমান্দীতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ১৫/০৩/২০২৪ইং তারিখ আনুমানিক ৪টা,৩০ মিনিটে,মোঃ সাকিব উরফে (মোরগা সাকিব) এর হাতে ছুরির আঘাতে মোঃ কাওসার মিয়া( ৪০) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে এর অভিযোগ পাওয়া গেছে। ১নংদক্ষিণ শীল মান্দির বাসিন্দা মোঃ নুরুল ইসলাম সিকদারের ছেলে, মোঃ কাউসার মিয়া। বলেন আমার চা, পান, সিগারেটের, দোকান, একজন কাস্টমার দোকানে আসেন সদাই নিতে। এমতাবস্থায়, মোঃ সাকিব ওরফে (মোরগা সাকিব) আমার কাস্টমারের সাথে তুচছ ঘটনা নিয়ে খারাপ ব্যবহার করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে, এতে আমি জবাব দিলে, মোঃ সাকিব ওরফে(মোরগা সাকিব) ফোন করে লোকজন আনে। সবাই মিলে কোন কিছু না বলে আমার দোকানের ভিতরে গিয়ে,আমাকে এলোপাতাড়ি মারতে থাকে । এবং মোঃ সাকিব ধারালো ছুড়ি দিয়ে আমার মাথায় কোপ মারে আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাই।মোহাম্মদ সাকিব এবং তার সঙ্গীরা আমার দোকানপাট লুটপাট ভাঙচুর করে। ও ক্যাশে থাকা নগদ ২২০০০/হাজার টাকা নিয়ে যায় । আমার ডাক চিৎকার শুনে, আশেপাশের লোকজন আমাকে বাচায়। এবং হাসপাতালে নিয়ে যায় । ওরা বলে আমি যদি এ নিয়ে বাড়াবাড়ি করি আমাকে প্রাণে মেরে ফেলবে।