স্টাফ রিপোর্টার রাম বাবু বর্মন
কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১শে মে২০২৪ শুক্রবার সময় সকাল ১০টায় “তামাক কোম্পানির হস্তক্ষেপ
প্রতি হত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি “এ প্রতিপাদক সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে বিশ্ব তামাক মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেনিটর ইন্সপেক্টর শহিদুল ইসলাম। অন্যানের মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুজয় সাহা, উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মাসুদা খাতুন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানও কালাইসরকারি মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেনসহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিস্টার ও মিড ওয়াইফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে বলেন ধূমপানে মানুষের অনেক জটিল ও কঠিন রোগের সৃষ্টি হয় এমনকি মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায় এখান থেকে বিরত থাকার জন্য বিভিন্ন রকমের পরামর্শের কথা বলিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন ।