জন্মভূমি নিউজ ডেক্স
রাজশাহীর পবা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুলসুম বেগমকে ১০ বছর পর আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন আশুলিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কুলসুম রাজশাহীর গোদাগাড়ী থানাধীন মাটিকাটা দেওয়ান পাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি দল র্যাব-৪, সিপিসি-২ এর সহায়তায় ৭ মার্চ ২২.৩০ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দায়রা মামলা নং-৪৮৮/১৪, পবা থানার মামলা নং-১২, তারিখ-১৩/০৫/২০১৪ ইং, জিআর-৯৭/১৪, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন(সং/০৪) এর ১৯(১) টেবিরের ১(খ) এর যাবজ্জীবন কারাদন্ড ও ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা অনাদায়ে আরও ২ (দুই) বছর বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী কুলসুম বেগমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামী স্বীকার করে, জামিন নেওয়ার পর দীর্ঘদিন যাবৎ উক্ত স্থানে সে আত্মগোপনে ছিল।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিডি মূলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।