রাস্তায় জুমার নামাজ আদায় করায় মুসল্লিদের মারধর করলো দিল্লি পুলিশ

আন্তর্জাতিক
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

পবিত্র জুমার দিনে ব্যস্ত রাস্তায় নামাজ আদায় করায় মুসল্লিদের লাথি এবং নির্যাতনের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এক অফিসারকে বরখাস্ত করা হয়েছে। খবর এনডিটিভি

মুসল্লিদের মারধরের ঘটনার ৩৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে- দিল্লির ইন্দারলোক এলাকায় একটি মসজিদের বাইরে ব্যস্ত রোডে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা ভিড় করেন। এ সময় ওই মুসল্লিদের ওপর লাঠিপেটা করেন পুলিশের ইনচার্জ।

অন্য আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের ওই কর্মকর্তা নামজরত মুসল্লিদের ধাক্কা দিচ্ছেন। শুক্রবারের এ ঘটনায় পুলিশের ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

দিল্লি উত্তর জোনের পুলিশের ডেপুটি কমিশনার এমকে মিনা বলেন, এ ঘটনায় ওই পুলিশের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের একটি সূত্র এনডিটিভিকে জানায়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। এদিকে এ ঘটনার পর মুসল্লিরা ওই পুলিশের বিচার চেয়ে রাস্তা অবরোধ করেন। তারা জানায়, মসজিদের ভেতরে কোনো জায়গা ছিল না। এজন্য রাস্তায় তাদের নামাজ আদায় করতে হয়েছে।

এ ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছে কংগ্রেসের দিল্লি শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *