জয়পুরহাটের বেল আমলায় বারো শিবালয় মন্দীরে শিবরাত্রী উপলক্ষে পূজা অর্চনা শুরু।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

(স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন)

জয়পুরহাটের বেল আমলায় বারো শিবালয় মন্দিরে দু’দিন ব্যাপী হিন্দু ধর্মালম্বীদের শিবরাত্রী পূজা-অর্চনা শুরু হয়েছে আজ শুক্রবার সকাল থেকেই মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পূণ্যস্নান করে ভক্ত ও পূজারীরা শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢালছেন। ভারতসহ দেশের বিভিন্ন স্থানের হাজারও ভক্তরা সেখানে উপস্থিত হয়েছেন।

মন্দিরের চারপাশে জমে উঠেছে ৪শ’ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এ মেলায় মিঠাই, খেলনা, পূজা সামগ্রী, আসবাবপত্রসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এছাড়াও নাগরদোলা, চরকি দোলাসহ শিশু-কিশোরদের নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে।

বিভিন্ন জায়গা থেকে আসা শিবভক্তরা এই মেলায় মনোবাসনা পূরণের জন্য এসে থাকেন। সকালে শিবের মাথায় গঙ্গাজল ঢেলে নিজের পরিবারের মঙ্গল কামনায় প্রর্থনা করেন।

জয়পুরহাট বারো শিবালয় মন্দিরের সভাপতি বিশ্বনাথ আগারওয়ালা এবং সাধারণ সম্পাদক বলেন দুইদিন ব্যাপী এ মেলায় ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসছেন। ভক্তদের জন্য অন্নভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে।

জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রতি বছরের মতো এবারও মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *