পবিত্র রমজানের চাঁদ দেখতে দেশবাসীকে আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা কমিটি। রোববার (১০ মার্চ) শাবান মাসের ২৯ তারিখ, এদিন চাঁদ দেখা গেলে সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে তাদের কমিটির দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।
এদিকে আমিরাতের পাশপাশি সৌদি আরবও ১০ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে ইসলামিক দেশগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করে থাকে। এ বছর আরব বিশ্ব ও অন্যান্য ইসলামিক দেশগুলোতে ১০ মার্চ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে মহাকাশ গবেষণা সংস্থা ‘আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র’ বলছে, ১০ মার্চ চাঁদ দেখার কোনো সম্ভবনা নেই। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন।
এ বছর রোজা ৩০টি হবে বলে জানিয়েছে আরব আমিরাতে জ্যোর্তিবিদরা। তারা আরও বলেন, এ বছর রোজা হবে ৩০টি এবং সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতরের জন্য ৬দিন ছুটি পাবেন।