এমপি দারা প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

জন্মভূমি ডেক্স

সম্প্রসারিত মন্ত্রীসভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের তিনবারের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। এর মাধ্যমে স্বাধীনতার পর রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরবাসী এই প্রথম মন্ত্রী পেলেন।

মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে আমন্ত্রণ পান রাজশাহী-৫ আসন থেকে নির্বাচিত আব্দুল ওয়াদুদ দারা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ৩৭ সদস্যের মন্ত্রিসভার সদস্য বাড়ানোর জন্য। বর্ধিত এই মন্ত্রিসভায় রাজশাহী জেলা থেকে জায়গা পেলেন রাজশাহী-৫ আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা। শুক্রবার সন্ধা ৭ টার সময় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

সম্প্রসারিত মন্ত্রীসভায় শপথ নেয়ার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় যেন ছিল পুঠিয়া দুর্গাপুর বাসী। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই শুক্রবার রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

নতুন প্রতিমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই দুর্গাপুর, পুঠিয়া ও বানেশ্বরে বিভিন্ন স্থরের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তখন থেকেই পুরো পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার মানুষ যেন নতুন একটি সূর্য দেখতে পেলেন তাদের অভিভাবকের সর্বোচ্চ সম্মানটি।

আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত দুই মেয়াদে রাজশাহী-৫ আসনের এমপি ছিলেন। এসময় তিনি খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত মেয়াদে তিনি দলীয় মনোনয়ন পাননি। তবে এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *