জন্মভুমি নিউজ ডেস্ক
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে এক ভুট্টা খেত থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লা/শ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালীর আমবাগান এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালীর এলাকার ফজল শেখের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সুত্র ও নিহত শফিকুলের স্ত্রী শারমিন জানান, শফিকুল ইসলাম পেশায় কৃষি কাজ করেন। তার চার বছরের একটি ছেলে ও এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে গবাদীপশুর জন্য বাড়ির অদূরে তিনি ঘাস কাটতে যান। সেখানে কে বা কারা তাকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যান। পরে মাঠ পাহারাদার হাবলু রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তার ভাগ্নে আব্দুল হালিমকে খবর দেন। এরপর আব্দুল হালিম স্থানীয়দের সহযোগিতায় আহত শফিকুলকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোসা: কিসম আরা রেশমী তাকে মৃত ঘোষণা করেন।
মাঠ পাহারাদার হাবলু বলেন, শফিকুলকে রক্তাক্ত অবস্থায় ভুট্টার খেতে পড়ে থাকতে দেখে আমি তার ভাগ্নে আব্দুল হালিমকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন শফিকুলকে একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে আমার ধারনা হাসপাতালে নেয়ার আগে তিনি মারা গেছেন।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, অপরাধী সনাক্তে মাঠে কাজ করছে পুলিশ। নিহত শফিকুলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য কাল শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করবো। তবে ঘটনা যে ভাবেই ঘটুক না কেন, তার রহস্য উদঘাটনে পুলিশ একনিষ্ট ভাবে কাজ করবেন বলে তিনি জানান।