বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম কে অবরুদ্ধ করে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল ) সন্ধ্যায় বনপাড়াস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই উপাধ্যক্ষ নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বলেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুগলক বুধবার সকালে কিছু সন্ত্রাসী নিয়ে এসে উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করে এবং অবরুদ্ধ করে প্রান নাশের হুমকি দেয়, ওই সময় তাকে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো হয় বলে দাবি করেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের পরে অধ্যক্ষ মোহাম্মদ তুগলক এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন কারন দেখিয়ে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় কলেজ পরিচালনা কমিটি এবং উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
এবিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ তুগলক জানান, আমার তিন মাসের বাধ্যতামূলক ছুটি শেষ হলেও কলেজ কর্তৃপক্ষ আমাকে যোগদান করতে বাধা দেয়, কিন্তু উপাধ্যক্ষ নজরুল ইসলামের অর্থ আত্মসাত ও কলেজে অশ্লীল অনুষ্ঠান পরিচালনায় ক্ষিপ্ত হয়ে ছাত্র- শিক্ষক ও সচেতন অভিভাবক রা আন্দোলন করেছে, এসময় নজরুল ইসলাম নিজেই স্ব-ইচ্ছাই পদত্যাগ করেছে, সেখানে কোন সন্ত্রাসী হামলা হয়নি।
