স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পারিলা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে আশরাফের মোড় দিয়ে মালবাহী (কাঁকড়া পরিবহনের) যান চালাচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে কাটাখালি থানার রনহাট গ্রামের মো. আলী হোসেন, তার ছেলে মো. আকাশ (২৭) ও নলখোলা গ্রামের মো. শাহীন (২২) গাড়ি আটকে দেন।
অভিযোগে বলা হয়, তারা আব্দুল কুদ্দুসের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে হামলা ও মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি, ৪ মার্চ ও ১৩ মার্চ তিন দফায় ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়। এছাড়া প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল।
১৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কাটাখালি থানার আশরাফের মোড় এলাকায় ফের চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে দেরি করায় বিএনপি নেতা আলী হোসেন চালককে বেধড়ক মারধর করেন। স্থানীয় বিএনপি নেতারা আহত চালককে উদ্ধার করেন।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আলী হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। দলের কিছু লোকের পরামর্শেই আমার ভাবমূর্তি নষ্ট করতে এই মামলা দেওয়া হয়েছে। মামলার এজাহারকারী ব্যক্তি পুকুর খনন সিন্ডিকেটের সদস্য। তিনি রাস্তা দিয়ে মাটি পরিবহনের চেষ্টা করছিলেন, যা স্থানীয়রা মেনে নেয়নি। তাই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’
কাটাখালি থানার ওসি আব্দুল মতিন জানান, ‘চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’