রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার : ঢাকা সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: তৌফিক হাসান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হায়াত খাঁন সেলিম, তেঁতুলঝোড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রুবেল আহমদ, ৮ নং ওয়ার্ড তেঁতুলঝোড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি।
প্রধান আলোচক মোঃ আব্দুল কাদের তার বক্তব্যে দেশ ও জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শাসনের গুরুত্ব তুলে ধরেন। এলাকার সকল শ্রেণী পেশার মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তাদের বক্তব্য শুনেন। ইফতার বিতরণ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তেঁতুলঝোড়া ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিল শেষ হয়। বাদ মাগরিব প্রধান অতিথি ই্ঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান অত্র এলাকায় গণসংযোগ করেন।