রাজশাহীতে মাস ব্যাপী ইফতার বিতরণে জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন।

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী। 
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী জেলার বিভিন্ন বাজারে ও মোড়ে মোড়ে সাধারণ পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন। 

রবিবার ( ২৩ মার্চ) মাস ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ইফতার পূর্ব মুহূর্তে পবা উপজেলার হরিপুর বাজারে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। 

এসময় জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজনের সাথে জেলা ও অত্র উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্বাবধানে রাজশাহী জেলার বিভিন্ন বাজারে ও মোড়ে সাধারণ পথচারী রোজাদার মানুষের মাঝে মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরো বলেন, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। অতীতের ন্যায় মানবিক সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জেলার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *